বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | উত্তর ব্যারাকপুর পুরসভার নিখোঁজ উপপুরপ্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য

Sumit | ১৬ নভেম্বর ২০২৪ ১২ : ৪৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:   উত্তর ব্যারাকপুর পুরসভার নিখোঁজ উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার সকালে বাড়ির ছাদের পরিত্যক্ত একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ছ'টা নাগাদ সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন। আর ফেরেননি। দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তিনি যাননি। রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোনের সুইচড অফ হয়ে যায়। পরিচিতরা তাঁর সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস করলেও ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপপুরপ্রধানের দায়িত্ব দেয়। সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন। সম্প্রতি তাঁর বাড়ির সংস্কারের কাজ চলছে। তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। শনিবার সকালে ওই বাড়াবাড়িরই ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উপপুরপ্রধানের দেহ উদ্ধারের পর নানা প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

 

উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, 'বৃহস্পতিবার বিকেলেও পুরসভায় সত্যজিতের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তাঁর কথাবার্তা ও আচরণের মধ্যে আমি কোনও অস্বাভাবিকতা পাইনি। গতকাল পরিবারের লোকেরা আমাকে তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। আজ সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি। ‌ঠিক কী ঘটনা ঘটেছে, পুলিশ তা তদন্ত করছে।'

 


Satyajit Banerjee missingTMC leader disappearancenorth Barrackpore news

নানান খবর

নানান খবর

৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল বিরল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন, নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য

আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, মিড ডে মিলের রান্নার সময় প্রেসার কুকার ফেটে ভয়াবহ দুর্ঘটনা

ফরাসি শাসন মুক্তির ৭৫তম বর্ষ, চন্দননগরে পথচলা শুরু হল হেরিটেজ রিসার্চ সেন্টারের

তিন গুণ বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এই রেল স্টেশনে, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে চার পরিযায়ী শ্রমিক

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী 

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪


সোশ্যাল মিডিয়া